রাজধানীর মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুরে বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতরা মোটরসাইকেল যোগে বাসে আগুন দেয় বলে পুলিশের প্রাথমিক তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, হঠাৎ করে কয়েকজন বাসের উপরে আগুন ধরানোর পর আশপাশের মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। পুরো এলাকায় কয়েক মিনিট ধরে ভীতির ছায়া নেমে আসে। এ সময় সাউথ সিটি ও ডিএমপি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত টিম পাঠিয়েছি। বিস্তারিত এখনও জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
আরও পড়ুন: বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত
বিজ্ঞাপন
এ ঘটনার আগেই সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, উত্তরার জসীম উদ্দীন রোডে হায়েস মাইক্রোবাসের সামনের অংশে আগুন লাগে, যা ইঞ্জিনের ওভার হিট বা শর্টসার্কিটের কারণে হতে পারে। কোনো হতাহত হয়নি।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, মিরপুরে বাসে আগুন লাগার ঘটনায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই। চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছে। ড্রাইভার সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে নিরাপদ স্থানে চলে গেছেন। পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে মিরপুরের সনি সিনেমা হল সংলগ্ন এলাকা বাস ও পথচারীদের জন্য কয়েক মিনিটের জন্য অস্থিরতার শিকার হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পর্যবেক্ষণ চালাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
উত্তেজনাপূর্ণ এই ঘটনায় কেউ হতাহত না হওয়ায় স্থানীয়রা অস্থিরতা কাটিয়ে সাধারণ কার্যক্রমে ফিরতে সক্ষম হয়েছেন।








