টিএসসিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় একজন পথচারী আহত হন বলে জানা গেছে। তবে আহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে টিএসসি এলাকায়। এ সময় রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, ‘আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে। আমি কিছুটা হতচকিয়ে যাই। পরে দেখি বাইকের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে— সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়ে মেরেছে। আমরা প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: রাজধানীর মিরপুরে বাসে আগুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে। এখন পর্যন্ত কেউ শনাক্ত হয়নি।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত চলছে।








