চকবাজার জাসাস'র উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চকবাজার থানা জাসাসের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে চকবাজার এলাকায় আয়োজিত এই মাহফিলে নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক হেলাল খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি ও আহবায়ক জাসাস কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাকির হোসেন রোকন, সদস্য সচিব জাসাস কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লিয়াকত আলী, হাজী শহিদুল ইসলাম বাবুল এবং সাঈদ হাসান মিন্টু।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আলম, আহবায়ক চকবাজার থানা জাসাস।
মাহফিলে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সকলকে দোয়া করার আহ্বান জানান।








