আবারো বাড়লো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৯ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৩
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরি ভালোমানের স্বর্ণের দাম দেশের বাজারে দুই হাজার টাকার বেশি বেড়েছে। এতে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা পার হলো সোনার দাম।
শনিবার (৭ জানুয়ারি) বাজুস সোনার দাম বাড়ার ঘোষণা দেয়। সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার থেকে নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ভালোমানের সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৯০ হাজার ৭৪৬ টাকা।
গত ৩০ ডিসেম্বর দেশের বাজারে সবশেষ সোনার দাম বাড়ানো হয়। তার আগে ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ায় বাজুস।