টেকনাফে অস্ত্র সহ ২ যুবককে ধরে পুলিশকে দিল জনতা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩


টেকনাফে অস্ত্র সহ ২ যুবককে ধরে পুলিশকে দিল জনতা
আবু ছিদ্দিক ও মোহাম্মদ শফিক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের অস্ত্র সহ সন্দেহজনক ঘুরা-ফেরা করায় ২ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।


শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া বাজার থেকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবদুল হালিম।


তিনি জানিয়েছেন, আটক ২ যুবকের কাছে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও একটি ছুরি পাওয়া গেছে। এরা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারে।


আটক দুজন হলেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবু ছিদ্দিক (২৮) ও মোহাম্মদ শফিক (২১)।


ওসি আবদুল হালিম জানান, পাহাড়ি ও রোহিঙ্গাধ্যুষিত এলাকা রইক্ষ্যংয়ের দুই যুবক নিজ এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে কাঞ্জরপাড়া এলাকায় কোমরে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন। উদ্দেশ্য খারাপ মনে হওয়ায় স্থানীয় জনতা তাঁদের আটক করেন। তাঁদের কাছে অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয় লোকজন কৌশলে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় লোকজন দুজনকে সোপর্দ করেন।


হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে কেন ঘোরাঘুরি করছেন? তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার দুপুরে কক্সবাজার আদালতে হাজির করা হবে।


আরএক্স/