ঘুনে ধরা সমাজ পরিবর্তনের জন্য তাকওয়ার বিকল্প নেই: অধ্যক্ষ কামরুল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৭ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৩


ঘুনে ধরা সমাজ পরিবর্তনের জন্য তাকওয়ার বিকল্প নেই: অধ্যক্ষ কামরুল
কথা বলছেন অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আলহেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১ এপ্রিল) বাদ আসর ইফতার আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রধান শিক্ষক আব্দুল মজিদ।


রমজান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলার সাধারণ সম্পাদক মাও. বদরুল আলম, আল হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক শামীম, শিক্ষক মাও. আ. রউফ রব্বানী, প্রিন্সিপাল মাও. মুতাসিম বিল্লাহ, সুপার আলী আকবর, প্রভাষক মাও. নুর আহামদ প্রমুখ।


অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন বলেন, তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, খোদাভীতি, আত্মাশুদ্বি বোঝায়। তাকওয়া বান মানুষ আমরা পাচ্ছি না। ঘুনে ধরা সমাজ পরিবর্তনের জন্য তাকওয়ার বিকল্প নাই। সুন্দর সমাজ গঠনে আমাদের দরকার। শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর। তাদের হাতে তৈরি হয় ভবিষ্যৎ নাগরিক। এজন্য শিক্ষকদের আরো বেশি নৈতিকতা সম্পন্ন ও আদর্শিক মানুষ হতে হবে। আদর্শ শিক্ষক হতে হলে সকল শিক্ষককে আদর্শিক প্রশিক্ষণ নিতে হবে।