সুপ্রিম কোর্টে আইনজীবীদের মধ্যে ‘ডিম ছোড়াছুড়ি’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৬ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি ডিম ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রবিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে এমন হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন এএম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে কয়েকশ’ আইনজীবী বিক্ষোভ করেন।
তারা ‘ভোট চোর’ ‘ভোট চোর’ বলে স্লোগান দেন। অপরদিকে সরকার সমর্থক শতাধিক আইনজীবী পাল্টা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আজ ভোট ডাকাতির বিরুদ্ধে সকল আইনজীবী অবস্থান নিয়েছে। তারা সুপ্রিম কোর্টে গোলযোগ সৃষ্ট করেছে। এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে। এদের বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতিমুহুর্তে ঘৃণা ছড়াতে হবে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। এই অবৈধ ভোট ডাকাতরা সুপ্রিম কোর্টের পবিত্র জায়গায় ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।