ট্রুকলারে যেভাবে ডিলিট করবেন নিজের নাম


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২১শে মে ২০২৩


ট্রুকলারে যেভাবে ডিলিট করবেন নিজের নাম
ফাইল ছবি

জনপ্রিয় মোবাইল অ্যাপ ট্রুকলার। এই অ্যাপের মাধ্যমে যেমন আপনি অজানা নম্বর ট্রুকলার থেকে দেখছেন, অপরদিকে দিকে আপনার ফোন নম্বরও ফোনের অন্য প্রান্তে ট্রুকলারে ভেসে ওঠে। চাইলে ট্রুকলার থেকে নিজের নাম ডিলিট করতে পারবেন-


অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে


>> আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ট্রুকলার অ্যাপ লগ ইন করুন।


>> এবার সেটিংসে গিয়ে প্রাইভেট সেন্টার অপশনে ক্লিক করুন।


>> এখানে ডিঅ্যাক্টিভ অপশন দেখতে পাবেন। এই অপশনটি সিলেক্ট করে দিন।


আইফোন থেকে


>> প্রথমে আপনার আইফোন থেকে ট্রুকলার অ্যাপ ওপেন করুন।


>> এবার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।


>> এরপর সেটিংসে গিয়ে প্রাইভেসি সেন্টার ক্লিক করুন।


>> সেখানেই পাবেন ডিঅ্যাক্টিভ অপশন। সিলেক্ট করলেই কাজ শেষ।


তবে এরপরও আপনার নাম ট্রুকলার ডেটাবেসে থেকে যেতে পারে। তাই নিজের নাম ট্রুকলার থেকে আনলিস্ট করতে হবে। এজন্য www.truecaller.com/unlisting ওয়েবসাইট ওপেন করুন। এখানে এইএসডি কোডসহও মোবাইল নম্বর এন্টার করুন। এর পরে সিলেক্ট করুন আনলিস্ট।


জেবি/এসবি