ভোটের ফলাফল নিয়ে কোনো ছিনিমিনি খেলা মানব না : জাহাঙ্গীর আলম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


ভোটের ফলাফল নিয়ে কোনো ছিনিমিনি খেলা মানব না : জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। ৪৮০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৮ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তবে সব কেন্দ্রের ফলাফল আসার আগেই নিজের মা জায়েদা খাতুনকে বিজয়ী দাবি করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।


বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এমন দাবি করেন তিনি।


আরো পড়ুন : জায়েদা খাতুন ৫৫১২৯, আজমত উল্লা ৪৬২৩৮


সাবেক মেয়র বলেন, ''আমি সব কেন্দ্রে খবর নিয়ে জানতে পেরেছি, প্রত্যেক কেন্দ্রে আমার মা জায়েদা খাতুন জয়লাভ করেছেন। ভোটের ফলাফল নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, তাহলে আমরা মানব না। আমি গাজীপুরের গার্মেন্টস কর্মী মালিক ও জনগণকে প্রতিবাদ করতে বলব।'


আরো পড়ুন : গাজীপুরে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি আলমগীর


তিনি আরও বলেন, ইভিএমে ভোট শেষ হয়েছে ৪টায়। ফলাফল দিতে এতক্ষণ লাগে না। অনেক কেন্দ্রের কাউন্সিলরদের ফলাফল দেওয়া হয়েছে। মেশিনের সফট কপি আমাকে দিতে হবে। দরকার হলে সিসিটিভির ফুটেজ দেখব। আমি নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই।


এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা)  ১০৮ টি কেন্দ্র নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৪৬,২৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৫৫,১২৯ ভোট।


জেবি/এসবি