আমাদের সেমিফাইনাল খেলার আর কোনো সুযোগ আছে বলে মনে করি না: সাকিব


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪


আমাদের সেমিফাইনাল খেলার আর কোনো সুযোগ আছে বলে মনে করি না: সাকিব
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা হার দিয়ে শুরু হলেও ধীরে ধীরে সুপার এইট পর্যন্ত উঠে এসেছে বাংলাদেশ। তবে টাইগারদের ঘিরে যা প্রত্যাশা ছিল সেটি পূরণ করতে পারেননি সাকিব-রিয়াদরা। বোলাররা দারুণ ছন্দে থাকলেও দলের টপঅর্ডারের ব্যাটিং ব্যর্থতা দলকে ভাসিয়ে দিয়েছে। টানা দুটি ম্যাচ হেরেও বিদায় বলা হলো না বিশ্বকাপকে। স্বপ্নটা ঝুলে আছে সূক্ষ এক সমীকরণের ওপর। 


মঙ্গলবার (২৫ জুন) কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে সময় ভোর সাড়ে ৬টায় মাঠে নামবে বাংলাদেশ। যদিও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে টাইগারদের সেমিতে খেলার সুযোগ তৈরি হয়েছে। 


আরও পড়ুন: টি-টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে যা বললেন সাকিব


তারপরও অনেক বাংলাদেশের সেমিফাইনাল নিয়ে রয়েছে অনেক সংশয়। প্রথমত, ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে অজিদের। এরপর আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তাহলেই সেমিফাইনালের সুযোগ তৈরি হবে টাইগারদের।


হাতে-কলমে এখনও বাংলাদেশের সেমিফাইনালে উঠার সুযোগ থাকলেও, ভিন্ন চিন্তা ঘুরছে সাকিব আল হাসানের মনে। আফগানিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে টুর্নামেন্ট শেষ করতে চান তিনি।


আরও পড়ুন: আবারও সাকিবকে নিয়ে শেবাগের বিস্ফোরক মন্তব্য


সাকিব বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না ভারতের কাছে হারের পর আমাদের সেমিফাইনালে খেলার আর কোন সুযোগ আছে। তবে এটুকু  বলতে পারি, শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার জন্য আমাদের সামনে এটি ভালো সুযোগ।’


তিনি আরও বলেন, ‘আমরা এই টুর্নামেন্টটি ভালোভাবে শেষ করতে চাই। আমাদের আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। তারা খুবই ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।’


জেবি/আজুবা