ভারতীয় পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪


ভারতীয় পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে শেষ হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪- এর সুপার এইট। আটটি দলের মধ্যে মাত্র চারটি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এই নবম আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে খেলা হবে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। 



আরও পড়ুন: দলকে বাঁচাতে টাইগারদের বিপক্ষে চোটের ‘অভিনয়’ করেছিলেন গুলবাদিন?


ভারতীয় দল ২৪ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের শেষ সুপার-৮ ম্যাচ খেলেছিল এবং ২৪ রানে জিতেছিল। এবার সেই ম্যাচকে ঘিরে বোলার আর্শদীপ সিং এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক ও সেলিম মালিক। দুজনেই একসঙ্গে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন ভারতীয় দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেলিম মালিক এমনকি কাছে দাঁড়িয়ে থাকা ফিল্ডারদেরও চেক করার কথা বলেছেন।


ইনজামাম উল হক বলেন, ‘আর্শদীপ সিং যখন ১৫তম ওভার বল করছিলেন, তখন বল রিভার্স সুইং করছিল। নতুন বলে এত দ্রুত রিভার্স সুইং করা কঠিন। এর মানে হল যে বলটি ১২ তম বা ১৩ তম ওভারে কিছু করা হয়েছিল। কারণ তিনি যখন ১৫ তম ওভার বল করতে আসেন, তখন তার রিভার্স সুইং শুরু হয়েছিল। তাই এখানেও আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’


আরও পড়ুন: গিলকে অধিনায়ক করে দল ঘোষণা করল ভারত


এ প্রসঙ্গে সালিম মালিক বলেন, ‘ইংরেজি আমি এমন কিছু দলের কথা ভাবি, যাদের আমি প্রায়ই বলি যে তাদের চোখ বন্ধ, আর তার মধ্যে একটি ভারত। আমার মনে আছে আমরা জিম্বাবুয়েতে একটি ম্যাচ খেলছিলাম এবং ওয়াসিম আকরাম সাইড বল ভিজেছিলেন। সবাই কি হয়েছে বলে আওয়াজ করতে লাগলো, তাই আমি গিয়ে অভিযোগ করলাম এবং আমাকে অনেক জরিমানা করা হয়েছিল।’


ইনজামাম উল হক এরপরেই অভিযোগ করেন, এমন ঘটনা পাকিস্তানি বোলারদের সঙ্গে ঘটলে এই নিয়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হতো। রিভার্স সুইং নিয়ে আমরা খুব ভালোভাবেই জানি। আর যদি আর্শদ্বীপ ১৫ ওভারে রিভার্স সুইং করতে শুরু করে, তারমানে এর আগে ভয়াবহ কিছু করা হয়েছে।’ 


জেবি/আজুবা