শাহজালালে চালু হলো শাটল বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

বিদেশফেরত যাত্রীদের সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশন (বিআরটিসি)। প্রাথমিক ভাবে দুটি বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত দুটি বাস চলাচল করবে।
বুধবার (২৬ জুন) বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
আরও পড়ুন: ডাক বিভাগের কর্মীরা ৫১ কোটি টাকা লোপাট করেছেন: প্রতিমন্ত্রী পলক
বাস দুটি বিমানবন্দর টার্মিনাল-২ থেকে বিমানবন্দর গোলচত্বর, উত্তরা জসীমউদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন, বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে আবার বিমানবন্দর গোলচত্বর ও বিমানবন্দর টার্মিনাল-২ এ পৌঁছাবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বিমানবন্দর থেকে দুটি বাস উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত চলাচল করবে। এতে যাত্রীদের পরিবহন ভোগান্তি কমবে।
আরও পড়ুন: আলুর কেজি ৭০ টাকা স্বাভাবিক মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী
বিআরটিসির কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এ বাসে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনে সক্ষম। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বাসে ওঠা ও নামার বিশেষ ব্যবস্থা রয়েছে। গাজীপুরে অবস্থিত সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি বাস দুটি প্রস্তুত করেছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত হতে পারে জাতীয় সনদ : আলী রীয়াজ

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ

জুলাই গণ-অভ্যুত্থান: দেশজুড়ে ২০ জুলাই চলচ্চিত্র প্রদর্শন

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান
