পল্টনে শুরু হয়েছে পানসি হোটেল অ্যান্ড রিসোর্টের দুই দিনব্যাপী গ্রাহক মেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

কুয়াকাটায় নির্মাণাধীন পাঁচ তারকা মানের পানসি হোটেল অ্যান্ড রিসোর্ট তাদের সম্ভাব্য গ্রাহকদের জন্য রাজধানীর পুরানা পল্টনে আয়োজন করেছে দুই দিনব্যাপী গ্রাহক মেলা।
এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সেবা নুরজাহান আইকন টাওয়ারের ৪র্থ তলায়, প্রতিষ্ঠানটির ঢাকাস্থ অফিসে। মেলা চলবে শুক্রবার ১৮ জুলাই থেকে শনিবার ১৯ জুলাই পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম-এর উপস্থিতিতে ১৪ সদস্যের পরিচালনা পর্ষদ এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন, যার উদ্দেশ্য গ্রাহকদের উন্নত মানের সেবা নিশ্চিত করা এবং বিনিয়োগে আগ্রহীদের তথ্য প্রদান।
পানসি হোটেল অ্যান্ড রিসোর্ট কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র ৩ মিনিটের দূরত্বে অবস্থিত। প্রকল্পটি এখন নির্মাণাধীন থাকলেও এটি উদ্বোধনের পর আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল হিসেবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
পর্যটকদের আকৃষ্ট করতে হোটেলটিতে থাকবে জিম, সুইমিং পুল, স্পা, বারবিকিউ কর্নার, এবং দেশি-বিদেশি খাবারের বিশাল সমাহার। থাকবে চাইনিজ ও থাই রেস্টুরেন্টের বিশেষ ব্যবস্থাও।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা দেশি-বিদেশি পর্যটকদের কথা বিবেচনায় রেখে আধুনিক ও আরামদায়ক আবাসন ও বিনোদনের সকল সুবিধা সংযুক্ত করছি।”
মধ্যবিত্ত শ্রেণির বিনিয়োগকারীদের জন্য প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে সহজ শর্তে শেয়ার কেনার সুযোগ। মাত্র ৫০ হাজার টাকা ডাউন পেমেন্টে এবং মাসিক ৪ হাজার টাকা কিস্তিতে ৫০ কিস্তিতে একজন গ্রাহক হতে পারবেন রিসোর্টটির একজন অংশীদার।
এছাড়া মেলাকালীন সময়ে যারা এককালীন মূল্য পরিশোধ করে শেয়ার বুকিং করবেন, তারা পাবেন ১ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি ভ্রমণপ্রেমীদের জন্য দিয়েছে বিশেষ অফার— গ্রাহক ও তার পরিবার পাবেন ৩ রাত ৪ দিন কুয়াকাটা ভ্রমণ ও থাকা-খাওয়ার সুযোগ, সম্পূর্ণ কর্তৃপক্ষের খরচে।
মেলায় অংশগ্রহণকারী সকল আগ্রহী গ্রাহক পাচ্ছেন বিশেষ ছাড় ও অন্যান্য অফার, যা শুধুমাত্র মেলাকালীন সময়ের জন্য প্রযোজ্য।
পানসি হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কুয়াকাটায় একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যেখানে দেশি-বিদেশি সকল পর্যটক উন্নত মানের সেবা পাবেন সাশ্রয়ী মূল্যে।
আরএক্স/