দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

দক্ষিণী সিনেমার অন্যতম প্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই।
শুক্রবার (১৮ জুলাই) রাতে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগে ৫৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ফিশ ভেঙ্কটের আসল নাম ভেঙ্কট রাজ। ২০০০ সালের শুরুর দিকে তেলেগু চলচ্চিত্রে ছোটখাটো চরিত্র দিয়ে তার অভিনয় যাত্রা শুরু হয়। ‘খুশি’, ‘বান্নি’, ‘অধুরস’, ‘ধি’ ও ‘মিরাপাকায়’সহ বহু সিনেমায় তার অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তার স্বতঃস্ফূর্ত কমেডি টাইমিং এবং টেলেঙ্গানা উচ্চারণে কথা বলার ভঙ্গি তাকে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল।
পরিবারের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন ভেঙ্কট। কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজনীয়তার পরামর্শ পাওয়া সত্ত্বেও ৫০ লাখ রুপি খরচের কারণে তা করানো সম্ভব হয়নি। অভিনেতা পবন কল্যাণ ও বিশ্বক সেন পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
শেষপর্যন্ত গত কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় ভেঙ্কটকে। চিকিৎসাধীন অবস্থায় তার কিডনির কার্যক্ষমতা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং রাতের দিকে তিনি মারা যান।
ফিশ ভেঙ্কট স্ত্রী সুভর্ণা ও মেয়ে শ্রীবন্তিকে রেখে গেছেন। তার মৃত্যুতে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি এবং অসংখ্য ভক্ত শোকাহত।
সম্প্রতি তিনি ‘স্লাম ডগ হাজবেন্ড’, ‘নারকাসুরা’ এবং ‘কফি উইথ এ কিলার’ সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন। দক্ষিণী সিনেমার কমেডি চরিত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরএক্স/