যেভাবে পাওয়া যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে টিকিট বিক্রির নিয়মে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৯ জুলাই) এক নতুন বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ম্যাচের দিন স্টেডিয়ামে কোনো সরাসরি টিকিট বিক্রি হবে না। অনলাইনে অবিক্রিত থাকা টিকিট শুধুমাত্র www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকেই সংগ্রহ করতে হবে।
বিসিবি জানিয়েছে, নিরাপত্তা ও স্টেডিয়ামের ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের নিয়মে বলা হয়েছিল, অনলাইনের পর অবিক্রিত টিকিট স্টেডিয়ামে বিক্রি হবে; কিন্তু সেটি আর থাকছে না।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল জয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের
এছাড়াও দর্শকদের জন্য বেশ কিছু কড়াকড়ি নির্দেশনাও জারি করা হয়েছে। মোবাইল ফোন ও মানিব্যাগ ছাড়া স্টেডিয়ামে কোনো ধরনের ব্যক্তিগত সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। নারীদের ক্ষেত্রেও হ্যান্ডব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। স্টেডিয়ামে কোনো অতিরিক্ত সামগ্রী রাখার সুবিধা থাকবে না। গেট ও গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও অনুসরণ করতে হবে নির্দিষ্ট নিয়ম।
এর আগে, রবিবার (১৩ জুলাই) সিরিজের টিকিট মূল্যের তালিকা প্রকাশ করে বিসিবি। ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা উপভোগ করতে সর্বনিম্ন ৩০০ টাকা এবং সর্বোচ্চ ৩৫০০ টাকা মূল্যে টিকিট পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: মেহেদীর জাদু-তানজিদের তাণ্ডব, সিরিজ জয় টাইগারদের
নিচে টিকিটের মূল্য তালিকা তুলে ধরা হলো: ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা, ক্লাব হাউজ: ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি: ১৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড: ২৫০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ৩৫০০ টাকা।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে, যথাক্রমে আগামীকাল রবিবার (২০, ২২ ও ২৪ জুলাই)।
এমএল/