জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে হাজির


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫


জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে হাজির
ফাইল ছবি।

গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা সাতটি মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ মোট ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


রবিবার (২০ জুলাই) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে আলাদা প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।


কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে। কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে হাজির করা হয় সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ আরও ১০ জনকে। কাশিমপুর কারাগার থেকে আনা হয় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয় সাবেক শিল্পমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।


আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, জিয়াউল আহসান, মিজানুর রহমান (সাবেক পুলিশ কর্মকর্তা)সহ উচ্চ পর্যায়ের একাধিক রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তা।


এদের বিরুদ্ধে মুগ্ধ হত্যা মামলা ছাড়াও নরসিংদী, কক্সবাজার ও সিলেট অঞ্চলে সংঘটিত মোট সাতটি হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। এই মামলাগুলো অভ্যুত্থান-পরবর্তী সহিংসতা, পরিকল্পিত হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে।


আদালত সূত্রে জানা গেছে, মামলাগুলোর তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, অধিকতর তদন্তের জন্য সময় আবেদন করা হবে।


উল্লেখ্য, গত বছরের জুলাই ও আগস্ট মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এর পরপরই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হয় একাধিক পরিকল্পিত হত্যাকাণ্ড ও সহিংসতা। পরবর্তীতে তদন্তে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় একাধিক সাবেক মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের।


এ ঘটনায় দেশে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি গভীর নজরে পর্যবেক্ষণ করা হচ্ছে।


আরএক্স/