প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো আছে: নাহিদ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫


প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো আছে: নাহিদ
সংগৃহীত ছবি।

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।


আরও পড়ুন: ‘যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম’


রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের নিউমার্কেট হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। 


নাহিদ ইসলাম বলেন, আমরা সারাদেশে পদযাত্রা করছি, সব শহিদ পরিবারের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজখবর নেওয়া হয়েছে। আমরা সবসময় সব অবস্থাতেই শহিদ পরিবারের পাশে আছি। 



তিনি বলেন, আমি যখন সরকারে ছিলাম, আমরা শহিদ পরিবারদের জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে, সেসব উদ্যোগ বাস্তবায়নে এখনও প্রতিবন্ধকতা রয়ে গেছে। সেখানে এখনো স্বৈরাচারের দোসররা প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয়, যারা শহিদ পরিবারগুলোর প্রাপ্য সম্মান ও অধিকারকে উপেক্ষা করছে।”


আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে: জামায়াত আমির


নাহিদ ইসলাম বলেন, আমরা সবসময় শহিদ পরিবারগুলোর পাশে আছি, থাকব। তাদের জন্য নীতিনির্ধারণী সিদ্ধান্তের পাশাপাশি, বাস্তবায়নের ক্ষেত্রেও নজরদারি বাড়ানো প্রয়োজন।


সাক্ষাতকালে চট্টগ্রামের শহিদ পরিবারের সদস্যরা, এনসিপি-র কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনার শেষে প্রতিনিধি দলটি রাঙামাটির উদ্দেশে যাত্রা করে।



এসডি/