এনআরবিসি ব্যাংকের পুনর্গঠিত শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫


এনআরবিসি ব্যাংকের পুনর্গঠিত শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি।

এনআরবিসি ব্যাংক পিএলসি-এর আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর পুনর্গঠিত শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  


রবিবার (২০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। এসময় শরীয়াহ কমিটির সদস্য মো. ওবায়দুল হক ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  ড. মো. তৌহিদুল আলম খান, আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আবদুল গফুর  রানা উপস্থিত ছিলেন।


সভায় ব্যাংকের শরীয়াহ্ পরিপালন কার্যক্রম, শরীয়াহ্ ভিত্তিক বিনিয়োগ ও পরিচালন পদ্ধতি, পণ্য ও সেবা উন্নয়ন এবং শরীয়াহ্ পরামর্শ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


উল্লেখ্য, প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি এনআরবিসি ব্যাংকের সকল শাখা-উপশাখায় সবধরনের ইসলামি ব্যাংকিং সেবা প্রদান করা হয়।


এসডি/