বিএনপির আমলে নিউমার্কেট সবসময় রণক্ষেত্র ছিল: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তাতেই বিএনপি তোলপাড় করে ফেলেছে। অথচ বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট প্রতিদিন রণক্ষেত্র হতো বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশ যখন উন্নয়নের গতিকে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্র মহল দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। বড় বড় কথা বলেন, ষড়যন্ত্র করছেন বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অপপ্রচারের পথ বেছে নিয়েছে তারা। এমনকি তারা বঙ্গবন্ধু পরিবারের পেছনে উঠে পড়ে লেগেছে।’
তিনি বলেন, ‘বিশ্ব দুই-তিনজন প্রধানমন্ত্রী মধ্যে সেরা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সারা বিশ্বের সুপরিচিত। সততার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালবাসে। তার জন্যই তিনি বারেবারে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন। সততার জন্য এত শত বাধা বিঘ্ন এতো প্রতিকুলতার মধ্যেও শেখ হাসিনা ভারসাম্যমূলক পলিসি নিয়ে বাংলাদেশকে বিশ্বের মধ্যে মাথা উচু রেখেছে। বাংলাদেশে স্বস্তি যেভাবে আছে আজকে কোন দেশ বাংলাদেশের মতন অবস্থান নেই।’
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘বাংলাদেশের মাথাপিছু আয় সারা বিশ্বের বিস্ময়। বিশ্ব ব্যাংক তারাও মন্তব্য করে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি তাক লাগিয়ে দিয়েছে। শেখ হাসিনার সততাই হচ্ছে ম্যাজিক, ম্যাজিক নেতৃত্ব। বাংলাদেশে অনেক দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ অনেক ভালো আছে। বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের মানুষের জীবনযাত্রা আজকে অনেক উন্নত ।’
সেতুমন্ত্রী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননে নেমেছে। অথচ এ পরিবারের সবাই আজ সততায় অনন্য সাধারণ। কথায় কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন, বিএনপির আমলে বহুদলীয় গণতন্ত্রের নামে যারা বহুদলীয় তামাশা করেছে, যারা ভোটে বিজয়ী হওয়ার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার বানিয়েছিলেন। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি।
ওআ/