শিক্ষার্থীরা জানুয়ারিতেই নতুন বই পাবে: অর্থ উপদেষ্টা

চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে দেরি হলেও, আগামী শিক্ষাবর্ষের জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
রবিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর কার্যাদেশ নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারি মাসেই নতুন বই পায়, সে জন্য সেপ্টেম্বর মাসে কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিছু কার্যাদেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে বাকিগুলোও সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, সম্ভবত আগামী সপ্তাহেও বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ডাকাতির ২৩ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩
বিজ্ঞাপন
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি নতুন বই তুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এসব বিষয় আরও ভালোভাবে যাচাই করার জন্য প্রক্রিয়া চলবে।
তিনি আরও বলেন, এর আগে যারা কাজ পেয়েছিল, তাদের ছাপানো বইয়ের মান কেমন ছিল, কাগজের গুণগত মান কেমন ছিল, এবং কারা একাধিক কাজ পাচ্ছে বা একচেটিয়াভাবে কাজ করছে কিনা—এসব খতিয়ে দেখার জন্য আরও যাচাই-বাছাই করা হবে। আজ যে বই কেনার প্রস্তাব ছিল, তা বৈঠকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, অনিয়মের সংবাদ মাঝেমধ্যেই পাওয়া যায়। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে, তাদের চিহ্নিত করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
২০২৪ সালে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে তিন মাস দেরি হয়েছিল। সাংবাদিকরা এই প্রসঙ্গ উত্থাপন করলে সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার জানুয়ারি মাসেই বই বিতরণ নিশ্চিত করা হবে। অনিয়মের তালিকায় কতগুলো প্রতিষ্ঠান আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কোন কোন প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দেওয়া হবে এবং কবে সেই সিদ্ধান্ত হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। সপ্তাহ দু’একের মধ্যে যাচাই-বাছাইয়ের চেষ্টা চলছে।








