Logo

এক সিনেমায় শাহরুখ-সালমান-ঋত্বিক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
14Shares
এক সিনেমায় শাহরুখ-সালমান-ঋত্বিক
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে এর আগে একই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। আসন্ন আরো দু’ইটি সিনেমায়ও পর্দা ভাগ করতে যাচ্ছেন এই দুই খান।শোনা...

বিজ্ঞাপন

বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে এর আগে একই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। আসন্ন আরো দু’ইটি সিনেমায়ও পর্দা ভাগ করতে যাচ্ছেন এই দুই খান।

শোনা যাচ্ছে, দুই সুপারস্টারের সঙ্গে এবারই প্রথম দেখা যেতে পারে আরেক সুপারস্টার ঋত্বিক রোশনকে। এই নিয়ে চলছে জোড় গুঞ্জন।  

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সালমান খানের ‘টাইগার ৩’-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে হাজির হবেন সালমান। আর এই দুই সিনেমার মধ্যে যে কোনো একটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ঋত্বিক রোশনকে! 

২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমায় ঋত্বিককে মেজর কবীর ঢালিওয়াল রূপে দেখা গিয়েছিল। এই চরিত্রটিতেই নাকি ক্যামিও করবেন অভিনেতা।

একমাত্র ‘ওয়ার ২’ হওয়ার পরেই ঋত্বিকের চরিত্রটি পাঠান বা ‘টাইগার ৩’-এর সঙ্গে সাক্ষাৎ করতে পারে এবং এটা প্রথম থেকেই পরিকল্পনা হয়ে আছে বলে এক সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

‘জিরো’র পর ‘পাঠান’ দিয়ে ফিরছেন শাহরুখ খান। এতে ‘বাদশা’র বিপরীতে রয়েছেন দীপিকা পাডুকোন। এদিকে, ‘টাইগার ৩’তে সালমানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD