Logo

যে রোগে আক্রান্ত চিত্রনায়িকা ববি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জানুয়ারী, ২০২৩, ১১:২২
9Shares
যে রোগে আক্রান্ত চিত্রনায়িকা ববি
ছবি: সংগৃহীত

শুটিংয়ে গিয়ে জ্বর, কাশি ও মাথাব্যথা দেখা দিলে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখান।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বর্তমানে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুটিং বন্ধ রেখে বাসায় বিশ্রামে রয়েছেন।

সম্প্রতি বরিশালের উলানিয়া দ্বীপে 'মেঘ কন্যা' সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ববি। পরে জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে তিনি জানান, শুটিংয়ে গিয়ে জ্বর, কাশি ও মাথাব্যথা দেখা দিলে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখান। চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন ধুলাবালি বা বাতাসে বের না হতে। পরিচালকের সঙ্গে কথা বলে গত ২১ জানুয়ারি ঢাকায় চলে আসেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। এর পর থেকেই বাসায় বিশ্রামে রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আও জানান, খুব বাজে যাচ্ছে তার শারীরিক অবস্থার। খাওয়া-দাওয়া নিয়মিত করতে পারছেন না। নেবুলাইজারও নিতে হচ্ছে কিছুক্ষণ পর পর।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD