বীমা কোম্পানীর থিম সং গাইলেন সুজন ও সেতু

থিম সংটি লিখেছেন গুণী গীতিকবি নীহার আহমেদ। এটি গায়ক সুজনের সুরে সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
বিজ্ঞাপন
সম্প্রতি রাজধানীর মগবাজারে অবস্থিত এক মিউজিক স্টোডিওতে এন আর বি ইসলামিক লাইফ ইন্সুইরেন্সের থিম সং রেকর্ড সম্পন্ন হয়েছে। এটি গেয়েছেন ‘প্যাড়া লাগে’ খ্যাত সুজন আহমেদ ও বাংলার গায়েনের রাবেয়া সেতু।
থিম সংটি লিখেছেন গুণী গীতিকবি নীহার আহমেদ। এটি গায়ক সুজনের সুরে সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে সুজন বলেন, আমার উপর ভরসা রাখার জন্য এন আর বি ইসলামিক ইন্সুইরেন্স কোম্পানীর প্রধান নির্বাহী পরিচালক শাহ জামাল হাওলাদার স্যার অনেক ধন্যবাদ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নীহার আহমেদ ভাইয়ের কথায় প্রথম গান করতে পেরে ভীষণ ভালো লেগছে। সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে বলতে পারি।








