Logo

কার্তিকের ৫ কোটির গাড়ি এখন ইঁদুরের বাসা!

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৪, ২৪:১৬
46Shares
কার্তিকের ৫ কোটির গাড়ি এখন ইঁদুরের বাসা!
ছবি: সংগৃহীত

কোভিড পরবর্তী সময় বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল সিনেমার তালিকায় জায়গা করে নেয়

বিজ্ঞাপন

বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্যতম কার্তিক। ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্যের পর একাধিকবার খবরের শিরোনামে রয়েছেন এই অভিনেতা। এই ছবি যেন কার্তিকের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়েছিল। কোভিড পরবর্তী সময় বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল সিনেমার তালিকায় জায়গা করে নেয় ‘ভুল ভুলাইয়া ২’। বলা যায়, বলিউডের বক্স অফিসের দীর্ঘ দিনের খরা কাটে কার্তিকের হাত ধরেই। 

বিজ্ঞাপন

এই সিনেমার দারুণ সাফল্যে প্রযোজক ভূষণ কুমার খুশি হয়ে একটি গাড়ি উপহার দেন অভিনেতাকে। তবে মার্সিডিস বা বিএমডাব্লু নয়, দিয়েছিলেন একটি ‘স্পোর্টস’ গাড়ি। ভারতের প্রথম ম্যাকল্যারেন জিটি ছিল এটি। প্রায় ৫ কোটি টাকা দাম। সেই গাড়িতেই কিনা এখন ইঁদুরের বাসা বেঁধেছে। যা নিয়ে নাজেলা অবস্থা কার্তিকের। 

বিজ্ঞাপন

অভিনেতা জানান, গাড়িটি উপহার পাওয়া পর থেকেই একবার চালিয়েছিলেন। এরপর থেকে গ্যারেজেই পড়ে আছে। সে কারণেই নাকি গাড়ির ভেতরে বাসা বেঁধে ফেলেছে ইঁদুর। ছিঁড়ে ফেলেছে গাড়ির ভিতরের ম্যাট।’ কার্তিকের কথায়, এত দামি গাড়ির ম্যাট সারাতেই লক্ষাধিক টাকা বেরিয়ে গেছে আমার।

বিজ্ঞাপন

সদ্য ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়াও চলছে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিং। তাছাড়াও বেশ কিছু ছবি রয়েছে এই নায়কের হাতে। বলা যেতে পারে, দম ফেলার ফুরসত নেই তার। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD