Logo

যৌনতাকে ‘পবিত্র বিষয়’ বললেন তামান্না ভাটিয়া

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৫, ০৭:০৬
60Shares
যৌনতাকে ‘পবিত্র বিষয়’ বললেন তামান্না ভাটিয়া
ছবি: সংগৃহীত

আপনি যেন আপনার নিজের কাজের জন্য লজ্জিত হন

বিজ্ঞাপন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। যিনি তার রূপ ও অভিনয় দিয়ে দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতাকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং ‘সবচেয়ে পবিত্র বিষয়’ হিসেবে আখ্যায়িত করে সমাজে এর প্রতি প্রচলিত নোংরা দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছেন তিনি। 

তার এই স্পষ্টবাদী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনার জন্ম দিয়েছে। রঙ্গিন পর্দায় আবেদনময়ী চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য পরিচিত তামান্না মনে করেন, মানুষের মধ্যে যৌনতাকে লজ্জাজনক বা দোষের বিষয় হিসেবে দেখার যে প্রবণতা রয়েছে, তা আসলে ভুল শিক্ষা ও মানসিকতার ফল স্বরুপ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই অভিনেত্রী বলেন, ‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। যখন কিছু মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা আপনাকে লজ্জিত ও দোষী অনুভব করানোর চেষ্টা করে। তারা চায়, আপনি যেন আপনার নিজের কাজের জন্য লজ্জিত হন।’

এই ধরনের মানসিকতাকে তিনি সবচেয়ে বড় ভুল বলে মনে করেন। তার কথায়, ‘যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত অনুভব করাতে সক্ষম হবে, সেই মুহূর্তেই আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে তামান্না আরও বলেন, ‘কী অদ্ভুত ভাবে আমরা সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে লজ্জিত বোধ করি, কারণ আমাদের এভাবেই ভাবতে শেখানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম কিন্তু এটি তো জীবনেরই অংশ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।’

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD