Logo

পুরুষরা শিকারি, তারা নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২২:৫৭
55Shares
পুরুষরা শিকারি, তারা নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা
ছবি: সংগৃহীত

বলিউডের বিতর্কিত ও স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও তার বক্তব্যে সরব হলেন।

বিজ্ঞাপন

বলিউডের বিতর্কিত ও স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও তার বক্তব্যে সরব হলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ ও লিভ টুগেদার প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন তিনি।

কঙ্গনার ভাষ্য, ডেটিং অ্যাপ আসলে সমাজের নর্দমা। তিনি বলেন, “আমি কোনোদিন ডেটিং অ্যাপে থাকতে চাইনি। সেখানেই বোঝা যায়, মানুষ কেবল নিজেদের প্রয়োজন মেটাতেই সেখানে যায়। এটি আধুনিক সম্পর্কের এক ভয়াবহ চিত্র।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার মতে, যারা জীবনে কিছু অর্জন করতে পারেননি বা নিজের ওপর আস্থা হারিয়েছেন, তারাই ডেটিং অ্যাপে ভরসা করেন। তিনি যোগ করেন, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় অফিসে, কলেজে কিংবা বাবা-মায়ের মাধ্যমে, অ্যাপে নয়।

এছাড়া, ‘লিভ টুগেদার’ নিয়েও কঙ্গনার অবস্থান স্পষ্ট। তিনি বলেন, “আমি একাধিক সম্পর্কে ছিলাম এবং অন্যদেরও দেখেছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, লিভ-ইন নারীদের জন্য কখনো ভালো নয়। যদি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন, তখন পাশে কে থাকবে? পুরুষরা শিকারি, তারা যেকোনো নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতীয় সংস্কৃতিতে বিবাহের মর্যাদা রক্ষা জরুরি বলেও মন্তব্য করেন এই তারকা।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

পুরুষরা শিকারি, তারা নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা