Logo

হলিউড সিরিজে অভিনয়ে ঢালিউড নায়িকা অধরা খান

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০২:১৮
42Shares
হলিউড সিরিজে অভিনয়ে ঢালিউড নায়িকা অধরা খান
ছবি: সংগৃহীত

প্রায় এক বছর আগে কানাডায় স্থায়ী হয়েছেন ঢালিউডের অভিনেত্রী অধরা খান। তবে প্রবাসে গিয়েও তিনি অভিনয় থেকে দূরে থাকেননি।

বিজ্ঞাপন

প্রায় এক বছর আগে কানাডায় স্থায়ী হয়েছেন ঢালিউডের অভিনেত্রী অধরা খান। তবে প্রবাসে গিয়েও তিনি অভিনয় থেকে দূরে থাকেননি। ইতোমধ্যেই হলিউড অঙ্গনে কাজ শুরু করেছেন এই ‘মাতাল’খ্যাত নায়িকা। বর্তমানে তিনি পাঁচটি টিভি সিরিজে যুক্ত হয়েছেন।

সবশেষ অধরা অভিনয় করেছেন হলিউড তারকা ডনি ওয়ালবার্গের সঙ্গে ‘বোস্টন ব্লু’ সিরিজে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, সিরিজটির অধিকাংশ দৃশ্য কানাডায় ধারণ করা হলেও কিছু অংশ শুট করা হবে যুক্তরাষ্ট্রের বোস্টনে। এখানে তিনি একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। সিরিজের প্রথম পর্ব প্রচার হবে আগামী ১৭ অক্টোবর।

কানাডা থেকে গণমাধ্যমকে অধরা জানান, ওয়ার্ক পারমিট থাকায় তার কাজের সুযোগ সহজ হয়েছে। এজেন্সিগুলো আর্টিস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ায় তিনি আরও বেশি সুযোগ পাচ্ছেন। এশিয়ান চরিত্রের চাহিদা থাকায় তার কাজের সম্ভাবনাও বেড়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘বোস্টন ব্লু’ ছাড়াও অধরা কাজ করেছেন ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার সিজন-৩’, ‘ডলহাউস’, ‘স্টার্লিং পয়েন্ট’ এবং ‘নেভারম্যান’ নামের সিরিজে। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘বোস্টন ব্লু’ নির্মিত হচ্ছে জনপ্রিয় ‘ব্লু ব্লাডস’ সিরিজের স্পিনঅফ হিসেবে, যা দীর্ঘ ১৪ মৌসুম প্রচারিত হয়েছিল।

প্রবাস জীবনে থেকেও ঢালিউডের স্টাইল বজায় রেখে হলিউডে নিজের অবস্থান তৈরি করছেন অধরা খান। যা প্রমাণ করে প্রতিভার কোনো ভৌগোলিক সীমা নেই।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD