Logo

শেষমেষ সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি!

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ০১:২৫
26Shares
শেষমেষ সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি!
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে এক দশকের ক্যারিয়ারে আলোচিত অভিনেত্রী পরীমনিকে নিয়ে বিভিন্ন গুঞ্জন হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না এই চিত্রনায়িকা। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশিরভাগ সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

পরীর প্রেম কিংবা বিয়ে এ দুই নিয়ে যেন সমালোচনার কোনো অন্ত নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে হাজির হয়ে তাকে ঘিরে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন তিনি। সেখানে প্রথম বিয়ের বিষয়টিও খোলাসা করলেন আলোচিত এই অভিনেত্রী।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান প্রশ্ন করেন, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? পরীমনি হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।

বিজ্ঞাপন

এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমনি বলেন, না। কারও সঙ্গে সম্পর্কে আছ—জানতে চাইলে পরীমনির উত্তর, জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।

মোট কতবার বিয়ে করেছ, এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, একবার। সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছ, তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? পরীমনি বলেন, জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।

শরীফুল রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল—জানতে চাইলে এই তিনি বলেন, না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি—গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমনির বেশকিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

ইসমাইল কি তোমার স্বামী ছিলেন, এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল। এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? পরীমনি বলেন, আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।

বিজ্ঞাপন

এর বাইরে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গেও পরীমনির গুঞ্জন ছড়িয়েছিল। সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘আমি জানি না। বিশ্বাস করেন, এই একটামাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শেষমেষ সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি!