Logo

ছবি শেয়ার করে সমালোচনার মুখে শবনম ফারিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫, ১৬:১৫
16Shares
ছবি শেয়ার করে সমালোচনার মুখে শবনম ফারিয়া
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়ে ভক্ত ও নেটিজেনদের জন্য কিছু ছবি শেয়ার করেছেন। তবে সেই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।

বিজ্ঞাপন

শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় পা রাখার পর ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর তিনি দর্শকদের জন্য বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে নিজস্ব অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা এই তারকা সম্প্রতি একটি ছবিতে কালো টি-শার্ট ও ছোট প্যান্টে ক্যামেরার দিকে মিষ্টি হাসি দিয়ে পোজ দিয়েছেন। মুহূর্তের মধ্যে ছবি পোস্ট করা হওয়ার পর কমেন্ট বক্সে শুরু হয় নানান মন্তব্য।

বিজ্ঞাপন

কিছু নেটিজেন ফারিয়াকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে’। আবার কেউ লিখেছেন, ‘আপা দেখি হাফ প্যান্ট পরে’। একজন নেটিজেন দেবদাস মন্তব্য করেছেন, ‘এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস’।

বিজ্ঞাপন

নেটিজেনদের এই সমালোচনা ও কটাক্ষের ঝড়ে শবনম ফারিয়ার ছবি দ্রুত ভাইরাল হয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ছবি শেয়ার করে সমালোচনার মুখে শবনম ফারিয়া