ছবি শেয়ার করে সমালোচনার মুখে শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়ে ভক্ত ও নেটিজেনদের জন্য কিছু ছবি শেয়ার করেছেন। তবে সেই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বক্স অফিসে বরুণ-জাহ্নবীর রোমান্টিক ঝড়!
শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় পা রাখার পর ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর তিনি দর্শকদের জন্য বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে নিজস্ব অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা এই তারকা সম্প্রতি একটি ছবিতে কালো টি-শার্ট ও ছোট প্যান্টে ক্যামেরার দিকে মিষ্টি হাসি দিয়ে পোজ দিয়েছেন। মুহূর্তের মধ্যে ছবি পোস্ট করা হওয়ার পর কমেন্ট বক্সে শুরু হয় নানান মন্তব্য।
বিজ্ঞাপন

কিছু নেটিজেন ফারিয়াকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে’। আবার কেউ লিখেছেন, ‘আপা দেখি হাফ প্যান্ট পরে’। একজন নেটিজেন দেবদাস মন্তব্য করেছেন, ‘এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস’।
আরও পড়ুন: পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা আর নেই
বিজ্ঞাপন
নেটিজেনদের এই সমালোচনা ও কটাক্ষের ঝড়ে শবনম ফারিয়ার ছবি দ্রুত ভাইরাল হয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।








