Logo

সালমানের পর আমিরের পরিবারে বিচ্ছেদ!

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
12Shares
সালমানের পর আমিরের পরিবারে বিচ্ছেদ!
ছবি: সংগৃহীত

ফের বলিউডে বিচ্ছেদের আবহ। সালমান খানের পরিবারের পর এবার আমির খানের পরিবারে ভাঙনের সম্ভাবনা। বহুদিন ধরেই আলাদা থাকেন আমির খানের ভাগ্নে ইমরান খান এবং তা...

বিজ্ঞাপন

ফের বলিউডে বিচ্ছেদের আবহ। সালমান খানের পরিবারের পর এবার আমির খানের পরিবারে ভাঙনের সম্ভাবনা। বহুদিন ধরেই আলাদা থাকেন আমির খানের ভাগ্নে ইমরান খান এবং তাঁর স্ত্রী অবন্তিকা মালিক। এবার শোনা যাচ্ছে, সোহেল খান এবং সীমা সচদেবের ডিভোর্সের আবেদনের পর তাঁরাও আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। খবর সংবাদ প্রতিদিনের।  

১৯৮৮ সালে আমির খানের সুপারহিট ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেন ইমরান। বলিউডে নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন ‘জানে তু… ইয়া জানে না’ ছবির মাধ্যমে। তারপর একাধিক ছবিতে অভিনয় করেন। তবে খুব কম সংখ্যক হিট ছবিই ইমরানের ঝুলিতে রয়েছে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘কাট্টি বাট্টি’। তারপর আর সেভাবে ইমরানকে বড়পর্দায় দেখা যায়নি।

বিজ্ঞাপন

মাত্র ১৯ বছর বয়সে অবন্তিকার প্রেমে পড়েন ইমরান। ২০১০ সালের ১৬ জানুয়ারি বাগদান পর্ব সারেন। তার বছর খানেক পরই বিয়ে। আমির খানের পালি হিলের বাড়ি ছিল বিবাহ বাসর। ২০১৪ সালে কন্যাসন্তানের জন্ম দেন অবন্তিকা। এর কিছু সময় পর থেকেই ইমরান ও তাঁর সম্পর্কের টানাপোড়েনের খবর শোনা যায়। মেয়েকে নিয়ে ইমরানের ঘর ছাড়েন অবন্তিকা। বহুদিন ধরেই আলাদা থাকেন দু’জন। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আর অবন্তিকার সঙ্গে সংসার করতে চান না ইমরান। এবার নাকি আইনি পথে বিচ্ছেদের ভাবনাচিন্তাও করা হচ্ছে। যদিও ইমরান বা অবন্তিকার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। দু’ জনের সম্পর্ক নিয়ে চলছে জোর জল্পনা।

উল্লেখ্য, সোহেল এবং সীমাও বহু বছর ধরে আলাদা থাকতেন। নেটফ্লিক্সের ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সিরিজেও এই তথ্য স্পষ্ট হয়েছিল। আমির নিজেও গত বছর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD