Logo

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২৫ হাজার

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১৯:০৭
10Shares
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২৫ হাজার
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে কেবল তুরস্কে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে । আর প্রতিবেশী সিরিয়ায় প্রাণ গেছে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের। এ নিয়ে আজ পর্যন্ত ভূমিকম্পে প্রাণহানি ২৫ হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

ভয়াবহ ভূমিকম্পে কেবল তুরস্কে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে । আর প্রতিবেশী সিরিয়ায় প্রাণ গেছে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের। এ নিয়ে আজ পর্যন্ত ভূমিকম্পে প্রাণহানি ২৫ হাজার ছাড়িয়েছে।

ভূমিকম্পে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ায় এখন তুরস্কের বাতাসে বইছে লাশের গন্ধ। 

বিজ্ঞাপন

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘সোমবার আঘাত হানা ভূমিকম্পে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৮৪৮ জনে দাঁড়িয়েছে।,

বিজ্ঞাপন

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ৫৫৩ জন ছাড়িয়ে গেছে। আর তুরস্কে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৮৪৮ জন। ফলে পাঁচদিনের আগের এই ভূমিকম্পে উভয় দেশে মারা গেছেন ২৫ হাজার ৪০১ জন।

তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পের পঞ্চম দিনেও ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের স্পন্দন। উদ্ধারকারীদের প্রাণপন চেষ্টায় এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিত লোকজনের সন্ধান মিলছে। অলৌকিকভাবে উদ্ধারের ঘটনা ঘটছে অনেক ।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ধ্বংসস্তূপের থেকে তুরস্কে আজ আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে এক পরিবারের পাঁচ জন এছাড়াও এক কিশোর ও দুই নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারী কর্মীরা।

বিজ্ঞাপন

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘গত ২৪ ঘণ্টায় তুরস্কে ধ্বংসাবশেষের নিচ থেকে ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে তুরস্কে মোট ৩১ হাজার জন উদ্ধার হয়েছেন বলে জানিয়েছেন তিনি।,

তিনি আরো বলেন, ‘ভূমিকম্পে আহত আরও প্রায় ৮০ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ভূমিকম্পে গৃহহীন হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।,

বিজ্ঞাপন

ফুয়াত ওকতে বলেছেন, ‘এক বছরের মধ্যে এসব গৃহহীন মানুষের স্থায়ী আবাসনের ব্যবস্থা করাই আমাদের প্রধান লক্ষ্য। যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভূমিকম্পের ক্ষত ভুলে যান।,

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD