Logo

আমরা অনেক এগিয়ে আছি: এরদোয়ান

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৩, ২২:০৩
53Shares
আমরা অনেক এগিয়ে আছি: এরদোয়ান
ছবি: সংগৃহীত

তিনি প্রধান বিরোধীদলের প্রার্থীর চেয়ে ২.৬ মিলিয়ন ভোটে এগিয়ে আছেন

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট নির্বাচনে আমি আমার প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। তবে প্রথম রাউন্ডেই তার বিজয় নিশ্চিত হওয়ার ব্যাপারে আমি এখেনো দ্বিধায় আছি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

রবিবার (১৫ মে) আঙ্কারায় পার্টির সদরদফতরে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, তিনি প্রধান বিরোধীদলের প্রার্থীর চেয়ে ২.৬ মিলিয়ন ভোটে এগিয়ে আছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার পুরো রাজনৈতিক জীবনে কোনো ব্যতিক্রম ছাড়াই সবসময় জাতীয় ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করে আসছি। আমরা এই নির্বাচনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আগামী নির্বাচনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করব।

এরদোয়ান বলেন, সরকারি ফলাফলে তার ব্যবধান আরো বাড়বে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমরা প্রথম রাউন্ডেই জয়ী হবো।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয়-পরিচালিত আনাদুলু নিউজ অ্যাজেন্সির হিসাব অনুযায়ী, ৯৫ ভাগ ভোট গণনার পর রিসেপ তায়েপ এরদোয়ান ৪৯.৫২ ভাগ ভোট পেয়েছেন। আর তার প্রধান চ্যালেঞ্জার কেমোল কিলিকদারুগ্লু পেয়েছেন ৪৪.৭৬ ভাগ।

বিজ্ঞাপন

সূত্র : আল জাজিরা, সিএনএন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD