Logo

চাঁদে অবতরণ স্থলের নাম রাখলেন প্রধানমন্ত্রী মোদী

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৩, ২১:২৭
87Shares
চাঁদে অবতরণ স্থলের নাম রাখলেন প্রধানমন্ত্রী মোদী
ছবি: সংগৃহীত

এবার দেশে ফিরেই ছুঁটে গেলেন ইসরোতে। পরে অবতরণস্থলের নামকরণ করেন ‘শিবশক্তি’।

বিজ্ঞাপন

ভারতের পাঠানো মহাকাশযান চন্দ্রযান-৩ গত বুধবার (২৩ আগস্ট) চাঁদের মাটিতে সফল অবতরণ করে। সে সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই অনলাইনে চন্দ্র অভিযানের সাফল্য উদযাপন করেন ও অভিনন্দন জানান মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর বিজ্ঞানীদের।

এবার দেশে ফিরেই ছুঁটে গেলেন ইসরোতে। পরে অবতরণস্থলের নামকরণ করেন ‘শিবশক্তি’।  শনিবার সকালে ইসরো পৌঁছে এ নামকরণ করেন দেশটির প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুই দেশের সফর শেষ করে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে শনিবার সকালে বেঙ্গালুরু পৌঁছান মোদী। সকালে বিমানবন্দরের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। মোদী বলেন, “জয় বিজ্ঞান জয় অনুসন্ধান।”

পরে চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে থাকা ইসরো বিজ্ঞানীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে ইসরোর কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, বেঙ্গালুরুতে অবতরণের পরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে লেখেন, ‘বেঙ্গালুরুতে অবতরণ করেছি। আমি ইসরো সেই সব বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি, যারা চন্দ্রযান-৩ অভিযানকে সফল করে ভারতকে গর্বিত করেছেন।’ সূত্র: দ্য হিন্দু, আউটলুক ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD