বন্ধুকে হত্যা করে কাটা মাথা নিয়ে থানায় যুবক

বন্ধুকে দা দিয়ে কুপিয়ে তার শিরচ্ছেদ করে হাতে মুণ্ড নিয়ে থানায় আত্মসমর্পণ করে এ যুবক।
বিজ্ঞাপন
জেলায় এক চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। জানা যায়, অভিযুক্ত তার বন্ধুকে দা দিয়ে কুপিয়ে তার শিরচ্ছেদ করে হাতে মুণ্ড নিয়ে থানায় আত্মসমর্পণ করে এ যুবক।
জানা যায়, বুধবার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২ টায় রুকচিনের এনএইচ-৫১৫ এর কাছে একটি ধানক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে শিবু বৈশ্য (২২) তার বন্ধু অজয় দাসের (১৮) শিরচ্ছেদ করে।
বিজ্ঞাপন
ঘটনার পর অভিযুক্ত খুন হওয়া যুবকের কাটা মাথা হাতে নিয়ে রুকচিন থানায় প্রবেশ করে আত্মসমর্পণ করে। তবে ঘটনার কারণ জানা যায়নি।
বিজ্ঞাপন
ঘটনাটিকে কেন্দ্র করে আসাম-অরুণাচল সীমান্তের রুকচিন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে রুকচিন পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
আরএক্স/








