Logo

ইসরায়েলি হামলায় গাজার অন্তত ২১ হাজার শিশু পঙ্গু: জাতিসংঘ

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৫৭
59Shares
ইসরায়েলি হামলায় গাজার অন্তত ২১ হাজার শিশু পঙ্গু: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র সামনে এনেছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় অন্তত ২১ হাজার শিশু পঙ্গু হয়ে গেছে।

বিজ্ঞাপন

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র সামনে এনেছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় অন্তত ২১ হাজার শিশু পঙ্গু হয়ে গেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) জাতিসংঘের পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস বিষয়ক কমিটি এ তথ্য জানায়। খবর দিয়েছে ডেইলি সাবাহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত প্রায় দুই বছরে নতুন করে ৪০ হাজার ৫০০ শিশু আহত হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছে।

জাতিসংঘের কমিটি জানায়, ইসরায়েলি সেনাদের অভিযানের সময় গাজার সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও, শ্রবণ বা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সেই ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল। ফলে অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রতিবন্ধী মানুষদের অনেক সময় অমানবিক পরিস্থিতিতে পালাতে বাধ্য করা হয়েছে। চলাচলের সহায়তা ছাড়াই বালু বা কাদার মধ্যে হামাগুড়ি দিতে হয়েছে তাদের।

এ ছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে প্রতিবন্ধী জনগোষ্ঠী চরম সংকটে পড়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন সুবিধার অভাবে তারা বেঁচে থাকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD