Logo

তিন দশকের লুটের বিচার, নতুন সংবিধান চায় নেপালের তরুণরা

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৩২
37Shares
তিন দশকের লুটের বিচার, নতুন সংবিধান চায় নেপালের তরুণরা
ছবি: সংগৃহীত

তিন দশকের লুটের বিচার, নতুন সংবিধান চায় নেপালের তরুণরা

বিজ্ঞাপন

নেপালে সহিংস বিক্ষোভে সরকারের পতনের পর এবার রাস্তায় নেমেছে জেনারেশন জি। শুধু সরকার পতন নয়—তরুণ প্রজন্ম এবার চাইছে নতুন সংবিধান, সরাসরি নির্বাহী নেতৃত্ব, আর গত তিন দশকের লুটপাটের বিচার।

বুধবার (১০ সেপ্টেম্বর) ইন্ডিয়া টুডে জানায়, নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর বিক্ষোভকারীরা রাজনৈতিক ও সামাজিক সংস্কারের এক বিস্তৃত দাবি তুলেছে।

বিজ্ঞাপন

তাদের দাবির মধ্যে রয়েছে—

জনগণের আস্থা হারানো বর্তমান প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া, জনগণ, বিশেষজ্ঞ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে সংবিধানের সংশোধন বা পুনর্লিখন, সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা, গত তিন দশকের লুট হওয়া সম্পদের তদন্ত ও অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণ, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা ও যোগাযোগ খাতে কাঠামোগত সংস্কার।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন, আন্দোলনে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি বেকারত্ব মোকাবিলা, অভিবাসন রোধ ও সামাজিক বৈষম্য কমাতে বিশেষ কর্মসূচির প্রতিশ্রুতিও তারা দিয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আন্দোলনকারীরা বলেন—“এটি কোনো ব্যক্তি বা দলের আন্দোলন নয়। এটি গোটা প্রজন্ম ও দেশের ভবিষ্যতের লড়াই।”

এরই মধ্যে সেনাবাহিনী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে মোতায়েন হয়েছে, চলছে চলাচলে নিষেধাজ্ঞা। মঙ্গলবার পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেনাবাহিনী জানায়, কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষের ক্ষতি ও সরকারি সম্পত্তির ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবারের সহিংস বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হয়। জবাবদিহির দাবিতে শত শত মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করলে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশত্যাগ করেন ওলি।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD