Logo

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৩৩
53Shares
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ জনের মৃত্যু

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজদের খুঁজতে এবং উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পর্যটন দ্বীপ বালি এবং ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে, নিখোঁজদের খুঁজে পেতে এবং বাস্তুচ্যুতদের সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধার ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে ৪০০–৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। বৃষ্টির কারণে নদীগুলো উপচে পড়ে, বালির নয়টি শহর ও জেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি অঞ্চলে কাদা, পাথর ও গাছ পড়ে গেছে এবং অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

বালিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, যেখানে নদীর স্রোতে ভেসে যাওয়ায় বহু মানুষ নিহত হয়েছেন। এখনও অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন। ৫০০-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দেনপাসারের মেয়র ই গুসতি নগুরা জয়া নগারা বালিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD