Logo

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর, ২০২৫, ১৫:৩৬
10Shares
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ছবি: সংগৃহীত

রসায়নবিজ্ঞানে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমার এম ইয়াগি তিন বিজ্ঞানী।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এবারের রসায়ন পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক (Metal Organic Frameworks)’ নামে জটিল আণবিক কাঠামো উন্নয়নের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

সুইডিশ অ্যাকাডেমির ব্যাখ্যা অনুযায়ী, এই তিন বিজ্ঞানী এমন একধরনের আণবিক কাঠামো উদ্ভাবন করেছেন, যেগুলোর মধ্যে বড় স্পেস বা ফাঁকা জায়গা রয়েছে। এসব কাঠামোর মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস ও রাসায়নিক পদার্থ সহজে প্রবাহিত হতে পারে। এর ফলে এই প্রযুক্তি ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড গ্যাস শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে দ্রুততর করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ প্রযুক্তি এখন আধুনিক রসায়ন ও পরিবেশবিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত। এটি পরিবেশ দূষণ মোকাবিলা ও টেকসই জ্বালানি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নোবেল কর্তৃপক্ষ জানায়, ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়ার পর থেকে এখন পর্যন্ত রসায়নে মোট ১১৬ বার এই পুরস্কার প্রদান করা হয়েছে। এই খাতে সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী ছিলেন জন বি. গুডএনাফ, যিনি ২০১৯ সালে ৯৭ বছর বয়সে এই সম্মান পান। অপরদিকে সবচেয়ে কম বয়সে, মাত্র ৩৫ বছর বয়সে ১৯৩৫ সালে পুরস্কার পান ফেদ্রিক জোলিয়ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নোবেল পুরস্কারের সূচনা করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল, যিনি ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হন। মৃত্যুর আগে তিনি তার উইলে উল্লেখ করেন, প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি এই পাঁচ ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পুরস্কার দেওয়া হবে। পরবর্তীতে ১৯৬৯ সালে এতে অর্থনীতি বিভাগও যুক্ত হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD