Logo

কেনিয়ায় ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ২১, নিখোঁজ ৩০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর, ২০২৫, ১২:৪৫
11Shares
কেনিয়ায় ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ২১, নিখোঁজ ৩০
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গভীর রাতে রিফ্ট উপত্যকা অঞ্চলে এই ধসের ফলে অন্তত ২১ জন নিহত এবং আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অনেকেই, তাদের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টার যোগে নিকটস্থ এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিধসের কারণে রিফ্ট উপত্যকার এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। শনিবার থেকে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেছেন, তবে ভাঙা সড়ক ও চলমান বৃষ্টির কারণে কার্যক্রমে কাঙ্খিত গতি আনা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা স্টিফেন কিটোনি জানান, ওই রাতেই তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙে যাওয়ার পর তারা তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।

চেসোঙ্গোচে ভূমিধস তুলনামূলকভাবে বিরল, তবে এর আগে ২০১০ ও ২০১২ সালের বর্ষাকালে এখানে ভূমিধসের ঘটনা ঘটেছিল, যা কয়েক ডজন মানুষের প্রাণহানির কারণ হয়েছিল। ২০২০ সালে এক ব্যাপক বন্যায় একটি শপিং সেন্টারও ভেসে গিয়েছিল।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD