চিড়িয়াখানার পশুপাখি বাদ দিয়ে বিদেশির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত দর্শকরা

ভারতের কর্ণাটকের একটি চিড়িয়াখানায় পশুপাখি দেখার উদ্দেশ্যে ঘুরতে গিয়েছিলেন ইতালির নাগরিক নোভা নোবিলিও। তবে সেখানে গিয়ে তিনি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হন।
বিজ্ঞাপন
তিনি ইনস্টাগ্রামে জানান, দর্শকরা পশুপাখির দিকে কম মনোযোগ দিয়ে বরং তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন।
নোভা বলেন, চিড়িয়াখানায় পশুপাখি দেখার জন্য গিয়েছিলাম। কিন্তু দেখা গেল আমি সেই বিদেশি প্রাণী, যাকে সবাই দেখতে এসেছিল।
বিজ্ঞাপন
প্রায় দুই লাখ মানুষ তার এই ভিডিও দেখেছেন এবং বেশিরভাগ মন্তব্য ইতিবাচক। কেউ বিষয়টিকে সুন্দর হিসেবে দেখেছেন, আবার কেউ সাধারণ মানুষের সরলতা ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে নোভার প্রতি দর্শকদের প্রশংসাও লক্ষ্য করা গেছে।
সূত্র: এনডিটিভি








