Logo

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯
53Shares
আজ স্ত্রীর প্রশংসা করার দিন
ছবি: সংগৃহীত

সাধারণত সারাবছর স্বামীরা নানা কারণে স্ত্রীর প্রশংসা করতে ভুলে যান। কিন্তু আজ, ২১ সেপ্টেম্বর, সেই দিন যখন স্বামীরা প্রাণ খুলে তাদের স্ত্রীর প্রশংসা করতে পারেন। কোনও আজগুবি কথা বলছি না—আজকের দিনটি বরাদ্দই দেওয়া হয়েছে স্ত্রীর প্রশংসা করার জন্য।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার “স্ত্রীর প্রশংসা দিবস” উদযাপন করা হয়। যদিও ২০০৬ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে, তবু এর বিস্তারিত ইতিহাস সঠিকভাবে জানা যায় না। তবে ধারণা করা হয়, দিনটি মূলত স্ত্রীদের সম্মান জানানো এবং তাদের কাজের গুরুত্ব উপলব্ধি করার জন্য শুরু করা হয়েছে।

এই দিনটি সরকারি ছুটির দিন না হলেও দম্পতিদের মধ্যে বিশেষভাবে উদযাপিত হয়। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশের সুযোগ হিসেবে এটি গুরুত্ব পায়। নারীদের সম্মানে নারী দিবস বা মা দিবসের মতোই, স্ত্রীর জন্যও একটি আলাদা দিন থাকা আজ প্রয়োজনীয় মনে হয়। স্বামী পক্ষ থেকে একটি সাধারণ প্রশংসার কথাও স্ত্রীর কাছে অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়।

সংসারে, সুখী সংসারের জন্য পুরুষদের উচিত নিয়মিতভাবে স্ত্রীর ছোট-বড় কাজের প্রশংসা করা। মুখে বলতে লজ্জা লাগলে মেসেজের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানানো যায়। এমন ছোট্ট প্রচেষ্টা স্ত্রীর মন ভালো রাখে এবং দাম্পত্য জীবনে স্নেহ ও শ্রদ্ধা বৃদ্ধি করে।

বিজ্ঞাপন

আজ অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য একটি গুচ্ছ গোলাপ, দোলনচাপা বা বেলি ফুলের মালা নিন। ফুলের সঙ্গে কয়েকটা প্রশংসার কথা বললেই দিনের আনন্দ দ্বিগুণ হবে। সুখী স্ত্রীর মানে, সুখী সংসার।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD