Logo

কিডনির সমস্যা হলে কোথায় কোথায় ব্যথা হয়, জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫, ১৮:৫৮
30Shares
কিডনির সমস্যা হলে কোথায় কোথায় ব্যথা হয়, জেনে নিন
ছবি: সংগৃহীত

আমাদের শরীরের ভিতরে কোনো অসুখ জন্ম নিলে তা বাইরে থেকে কখনোই বোঝা সম্ভব নয়। বিশেষ করে কিডনিতে সমস্যা তৈরি হলে অনেক দেরিতে তা ধরা পড়ে। কিডনির অসুখকে নীরব ঘাতকও বলা হয়। বিকল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো নোটিশ না দিয়েই কাজ চালিয়ে যাবে। চুপিসারে এই রোগ আমাদের শরীরে বাসা বেঁধে মানুষকে শেষ করে দেয়।

বিজ্ঞাপন

শরীরের ভেতরে এক ধরনের ফিল্টার হিসেবে কাজ করে কিডনি—রক্ত পরিশোধন করে, টক্সিন বা বর্জ্য বাইরে বের করে, লবণের ভারসাম্য ঠিক রাখে, এমনকি রক্ত তৈরি করতেও সাহায্য করে। কিন্তু কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমাদের শরীর আগেভাগেই কিছু ইশারা দিতে শুরু করে।

কিডনির সমস্যা হলে শরীরে ব্যথা সাধারণত নির্দিষ্ট কিছু জায়গায় টের পাওয়া যায়। তবে এটা সমস্যার ধরন ও তীব্রতার ওপর নির্ভর করে।

বিজ্ঞাপন

কিডনির সমস্যায় ব্যথার সাধারণ স্থানগুলো:

. পিঠের উপরের অংশ (ফ্ল্যাঙ্ক পেইন)

. মেরুদণ্ডের দু’পাশে, কোমরের উপরের অংশ (পাঁজরের নিচে)

বিজ্ঞাপন

. একদিকে বা দু’দিকেই হতে পারে

. কোমরের নিচে

. পেটের পাশের অংশে, বিশেষ করে সংক্রমণ বা ফোলাভাব থাকলে

বিজ্ঞাপন

. তলপেট ও মূত্রথলিতে, কিডনিতে পাথর নেমে এলে

. কুঁচকি ও উরুতে, কিডনি স্টোন থাকলে ব্যথা নেমে যায়

বিজ্ঞাপন

অন্য উপসর্গ যা কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে:

. প্রস্রাব করতে জ্বালা, ঘন ঘন প্রস্রাব বা কম প্রস্রাব হওয়া

. প্রস্রাবে রক্ত বা ফেনা দেখা

বিজ্ঞাপন

. হাত-পা বা চোখের চারপাশে ফোলা

. জ্বর, বমি বা ঠান্ডা লাগা (সংক্রমণের ক্ষেত্রে)।

বিশেষজ্ঞদের পরামর্শ, কিডনির সমস্যার শুরুর পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যথা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবিলম্বে পরীক্ষা করানো উচিত।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কিডনির সমস্যা হলে কোথায় কোথায় ব্যথা হয়, জেনে নিন