Logo

বইমেলায় শেষ সময়ের প্রস্তুতি চলছে

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারী, ২০২৩, ১৫:৫৯
27Shares
বইমেলায় শেষ সময়ের প্রস্তুতি চলছে
ছবি: সংগৃহীত

মোটামুটি প্রস্তুত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ মেলার পাঁচদিন বাকি থাকলেও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি

বিজ্ঞাপন

মোটামুটি প্রস্তুত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। মেলার পাঁচদিন বাকি থাকলেও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

গোটা মেলা এলাকায় এখন চলছে রং, ইট, শুরকি, হাতুড়ি আর শাবলের কাজ। কর্মব্যস্ত সময় পার করছে কারিগররা। কর্মব্যস্ত সময় পার করছে কারিগররা।

বিজ্ঞাপন

এবারের মেলায় নতুন ১২টি প্রকাশনা সংস্থাসহ ৬০৯টি প্রতিষ্ঠানকে মোট ৮৫৮টি ইউনিট বরাদ্দ দিয়েছে বাংলা একাডেমি।

বিজ্ঞাপন

গত রবিবার (২২ জানুয়ারি) লটারির মাধ্যমে স্টল বিন্যাস করা হয়। এবারও বাংলা একাডেমিতে থাকছে মূলমঞ্চ। অন্যদিকে, সোহারাওয়ার্দী উদ্যানে বিভিন্ন প্রকাশনীর স্টলসহ থাকবে ‘মোড়ক উন্মোচন’ এবং ‘লেখক বলছি’ মঞ্চ।

 বইমেলা রোববার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯ টা এবং শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

 সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বইমেলার নিয়মনীতির বাইরে আমরা যেতে পারব না। তারা যদি নিয়মনীতি মানে, তাহলে তাদের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত তা জানানো হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD