Logo

২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ: নসরুল হামিদ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৪, ০১:৩১
77Shares
২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ: নসরুল হামিদ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

নসরুল হামিদ বলেন, আমরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের একটা টাইম লাইন ঠিক করে ফেলেছি। ২০২৬ সালের মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে। যেভাবে আমরা বিদ্যুতের বিষয়ে বলেছি, এত তারিখের মধ্যে শতভাগ বিদ্যুৎ সরবরাহ থাকবে, সেভাবেই গ্যাস নিয়ে আমরা কাজ করছি।  

প্রতিমন্ত্রী বলেন, এখন আমরা মাত্র ২০ শতাংশ গ্যাস বিদেশ থেকে আমদানি করি। ৮০ শতাংশ আমরা নিজস্ব গ্যাস থেকে ব্যবহার করছি। আমরা এ ইমপোর্ট গ্যাস খুব বেশি বাড়াতে চাই না। আমরা আশাবাদী ভোলাতে যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে, পরে গভীর সমুদ্রে যদি গ্যাস পাওয়া যায়, তাহলে খুব ভালো একটা অবস্থানে জ্বালানি বিভাগ থাকবে। এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই।  

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিষয়ে টাকা একটি বড় বিষয়। টাকা জোগানের বিষয়ে আমরা একটা পরিকল্পনা করে রেখেছি। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। অর্থমন্ত্রীর সঙ্গে আমরা আগামী সপ্তাহের মধ্যে বসবো, কথা বলবো। টাকার জোগান যদি নিরবচ্ছিন্ন রাখতে পারি, তাহলে অবশ্যই নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ দিতে পারবো।  

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ: নসরুল হামিদ