Logo

ঘূর্ণিঝড় রেমাল: ১৫ হাজার মোবাইল টাওয়ার অচল

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ০৬:৩৫
33Shares
ঘূর্ণিঝড় রেমাল: ১৫ হাজার মোবাইল টাওয়ার অচল
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে এসব এলাকায় প্রায় ১৫ হাজার মোবাইল সাইট বর্তমানে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দীর্ঘসময় ধরে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২ কোটি ৭১ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে উপকূলের বিভিন্ন জেলায় বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ১৫ হাজার টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে ওই সব এলাকায় মোবাইল সেবা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মোবাইল সেবা বিঘ্ন থাকায় উপকূলসহ বিভিন্ন এলাকার গ্রাহকরা কল এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে অপারেটররা বলছে, “তারা মোবাইল নেটওয়ার্ক সচল করতে দ্রুততার সাথে কাজ করছে।”

বিজ্ঞাপন

দেশের মোবাইল অপারেটরদের সংগঠন মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-এমটব জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় ৯ জেলার মোবাইল নেটওয়ার্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে এসব এলাকায় প্রায় ১৫ হাজার মোবাইল সাইট বর্তমানে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, নেটওর্য়াক দ্রুত ফিরিয়ে আনতে মোবাইল অপারেটররা বিদ্যুৎ কর্তৃপক্ষ,  ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে নিবিড়ভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়ের পরে এর পরিস্থিতি নিয়ে সোমবার (২৭ মে) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, ১৯ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD