Logo

মহাসড়কে নিষিদ্ধই থাকছে রিকশাসহ ৩ চাকার সব যান

profile picture
জনবাণী ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৭
39Shares
মহাসড়কে নিষিদ্ধই থাকছে রিকশাসহ ৩ চাকার সব যান
ছবি: সংগৃহীত

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএ’র এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, জাতীয় মহাসড়কে রিকশাসহ তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধের যে বিধান রয়েছে তা বর্তমানেও বহাল থাকবে। 

বিআরটিএ বলছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আইন অমান্য করে জাতীয় মহাসড়কে এসব যান চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএ’র এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এমতাবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সকল মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পু ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। 

“এছাড়া যে সকল স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, সেসব স্থানে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পু যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পার্শ্বে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে। তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যান চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মহাসড়কে নিষিদ্ধই থাকছে রিকশাসহ ৩ চাকার সব যান