Logo

ভোটকক্ষে সাংবাদিকরা যা করতে পারবেন, যা পারবেন না

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৫, ০৩:৩৬
54Shares
ভোটকক্ষে সাংবাদিকরা যা করতে পারবেন, যা পারবেন না
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সাংবাদিকরা কি করতে পারবেন, আর কি পারবেন না,নতুন করে সেই নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সাংবাদিকরা কি করতে পারবেন, আর কি পারবেন না,নতুন করে সেই নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষের ভেতরে গিয়ে ছবি তোলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) গণমাধ্যম কর্মীদের জন্য এ নীতিমালা জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজন পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রয়োজ্য হবে।

নির্বাচনের সময় যেসব কাজ করা যাবে, যা যাবে না

বিজ্ঞাপন

১. বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিজাইজিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। 

বিজ্ঞাপন

২. গোপনকক্ষের ছবি তোলা যাবে না

বিজ্ঞাপন

৩. একসঙ্গে দুজনের বেশি সংবাদকর্মী ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না। ভেতরে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ মিনিট।

৪. ভোটকক্ষের ভেতরে নির্বাচনী কর্মকর্তা। এজেন্ট বা ভোটারের সাক্ষাৎকার নেওয়া যাবে না।

বিজ্ঞাপন

৫. ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না। সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে থেকে করতে হবে।

বিজ্ঞাপন

৬. ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না।

৭. ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রিসাইডিং কর্মকর্তার আইনানুগ নির্দেশনা মেনে চলবেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করবেন না। পাশাপাশি তারা কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না।

 

বিজ্ঞাপন

এ ছাড়া সংবাদ সংগ্রহের সময় প্রার্থী, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনো ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকবেন। ভোটগ্রহণ সহায়তায় নির্বাচনী আইন মেনে চলবেন।

এই নীতিমালার উদ্দেশ্য হলো নির্বাচনকালীন পরিবেশে সংবাদের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশন নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা বজায় রাখা।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD