Logo

হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৫, ০৩:৪৫
82Shares
হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম
ছবি: সংগৃহীত

হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম-এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপি নেতা সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’র সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে ‘কোটা’ শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ ‘প্রকৌশল অধিকার আন্দোলন’র অযৌক্তিক দাবিকে ন্যায়সংগত বলে আখ্যা দিয়েছেন। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

‘উপ-সহকারী প্রকৌশলী দশম গ্রেড, এটি কোনো কোটা নয়। এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে, দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টিএসসি শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের পরিবার এনসিপিকে সম্পূর্ণরূপে বর্জন করবে।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD