Logo

আমরা পরনির্ভর হতে চাই না, স্বনির্ভর হতে হবে: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫, ১৬:১৫
25Shares
আমরা পরনির্ভর হতে চাই না, স্বনির্ভর হতে হবে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশকে স্বনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা পরনির্ভর হতে চাই না। আমাদের সময়সীমা যাই হোক না কেন, আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি জানান।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, “আমরা যেন নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে পারি, কোনোভাবেই যেন দাসত্বে না পড়ি। আমাদের এখন থেকেই আত্মনির্ভর হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ছাড়া বিকল্প কিছু নেই।”

তিনি আরও বলেন, “যেহেতু এখনো আমরা পরনির্ভর, তাই যত দ্রুত সম্ভব সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য বুদ্ধি, পরিশ্রম ও দৃঢ় সংকল্পের প্রয়োজন। কাজটি কঠিন হলেও এতে আনন্দ আছে, গর্ব আছে।”

বিজ্ঞাপন

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা মনে করেন- ‘নতুন বাংলাদেশ’ মানে হলো আত্মনির্ভর বাংলাদেশ। তিনি বিশ্বাস করেন, এই জাতির মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর সামর্থ্য আছে। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্যমই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুললে জাতি প্রকৃত অর্থে দাসত্ব থেকে মুক্তি পাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আমরা পরনির্ভর হতে চাই না, স্বনির্ভর হতে হবে: প্রধান উপদেষ্টা