Logo

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:২৯
15Shares
প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের খাসকামরায় এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ২টার কিছু আগে নির্বাচন কমিশন থেকে সোজা সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। প্রচলিত নিয়ম অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে থাকেন সিইসিরা। তবে এবার সিইসি তার সচিবকে সঙ্গে নিয়ে একাই বৈঠকে যোগ দেন।

সূত্র জানায়, বৈঠকে সীমানা-সম্পর্কিত চলমান মামলাগুলো, তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিট যাতে নির্বাচনী কার্যক্রম ব্যাহত না করে তা নিশ্চিত করার উপায় এবং ভোট পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ করেছে ইসি। সিইসির ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ রেকর্ড ও সম্প্রচারের প্রস্তুতির জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে এখন তৎপরতা আরও বেড়েছে, আর সিইসির এই গুরুত্বপূর্ণ বৈঠককে নির্বাচন প্রস্তুতির একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD